এবার কেন্দ্রীয় রিপোর্টেই ফের অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। বাংলায় একশো দিনের কাজে ভুয়ো জব কার্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে দিল্লিতে দরবার শুরু করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কিন্তু খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সংসদে জানিয়েছেন, সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই৷ আর তাতেই মুখ পুড়েছে রাজ্য বিজেপির নেতাদের৷ শুধু যোগী রাজ্যই নয়, এই তালিকায় উপরের দিকে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য৷ সেই তুলনায় ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা৷ এই তথ্য সামনে আসার পরেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল৷
ভুয়ো জব কার্ড নিয়ে গতকাল লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ ওরফে দেব৷ ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মধ্যে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে৷ সংখ্যার নিরিখে যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪৷ ২০২১-২২ অর্থবর্ষে যা ছিল ৬৭, ৯৩৭৷ অর্থাৎ এক বছরেই যোগী রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে৷ আরও বেশ কয়েকটি ‘ডবল ইঞ্জিন’ রাজ্যেও ধরা পড়া ভুয়ো জব কার্ডের সংখ্যা বাংলার তুলনায় অনেক বেশি৷ যেমন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশেই ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭,৮৫৯৷ কেন্দ্রীয় মন্ত্রী এই পরিসংখ্যান পেশ করার পরই সরব হয়েছে তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি কুৎসা করতে আসছে, কুৎসা করছে! লজ্জা হওয়া উচিত! ভুয়ো জব কার্ডের নিরিখে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ শীর্ষে! কুৎসা যারা করেছেন তাঁদের উচিত ক্ষমা চাওয়া এবং রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া।