আসতে চলেছে বড়সড় পরিবর্তন। দেশে বাতিল হয়ে যাচ্ছে ১২৫ বছরের পুরনো ইন্ডিয়ান পোস্টাল আইন। অবিলম্বেই নতুন আইন চালু হবে। নয়া আইন চালুর পর ডাক কর্মীরা সন্দেহজনক চিঠির খাম, পার্সেল ইত্যাদি খুলে দেখতে পারবেন। ব্রিটিশ আমলে ১৮৯৮ সালে চালু আইনে এই সুবিধা ছিল না। নরেন্দ্র মোদী সরকারের মতে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে গিয়েছে। দেশের নিরাপত্তা এবং অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য এটা জরুরি। সোমবার রাজ্যসভায় বিলটি পাশ হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনেই লোকসভায় পাশ করানো হবে সেটি।
এপ্রসঙ্গে ডাক যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সরকার নানা অভিজ্ঞতার সাক্ষী। তার ভিত্তিতে দেশের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ। সরকারি সূত্রে জানা গিয়েছে, অনেক সময় চিঠির খামে, পার্সেলে কালো টাকা, মাদক পাচার হয়। এমন চিঠি, পার্সেল নজর এড়িয়ে বিদেশে চলে গেলে বৈদেশিক সম্পর্কের ক্ষতি হতে পারে। বিদেশ থেকে আসা চিঠি, পার্সেলও এই নজরদারির আওতায় আসবে। নয়া আইনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, সরকারি, বেসরকারি যে কোনও পরিষেবা প্রদানের ভার ডাক বিভাগ নিতে পারবে। ডাইরেক্টর জেনারেল অফ পোস্টাল সার্ভিস এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যদিকে, ডাক কর্মীদের কর্মী সংগঠনগুলির বক্তব্য, লোকবলের তীব্র অভাব। দীর্ঘদিন নিয়োগ বন্ধ। এই অবস্থায় নয়া পরিষেবা প্রদানের ভার নিলে চিঠি, পার্সেল পৌঁছে দেওয়াই কঠিন হয়ে পড়বে। তবে ইতিমধ্যেই এই বিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে একাধিক মহলে।