আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে চা শ্রমিকদের ‘প্রফিডেন্ট ফান্ড’ বা ‘পিএফ’কে হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্তত তেমনটাই বলছে সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমানে উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে ১৫ দিনের শিবির চলছে। যেখানে চা শ্রমিকরা নিজেদের সমস্যা তৃণমূল নেতৃত্বদের কাছে নথিভুক্ত করছেন। তবে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের দাবি, এই শিবিরে প্রায় অধিকাংশ বাগানেই শ্রমিকদের পিএফ নিয়ে একাধিক সমস্যা উঠে এসেছে, যার কারণে বহু চা শ্রমিক অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পিএফ থেকে বঞ্চিত।
আর আগামী লোকসভায় এই পিএফকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা সহ উত্তরের বেশ কয়েকটি লোকসভা আসনে চা শ্রমিকদের ভোট একটা বড় ভূমিকা পালন করে। তাই এই নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে চা শ্রমিকদের পিএফ সমস্যা।
এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি সদস্য ইসদর খারিয়া বলেন, “ভোটের সময় পরিযায়ী পাখির মত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা আসবে, চা বাগানে ভোটও চাইবেন, আর ভোট পার হতেই শ্রমিকদের ভুলে যাবেন এবং তাদের সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেবেন না।” তাঁর বক্তব্য, ‘পিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে তবুও সাংসদ জন বারলা সব জানা সত্ত্বেও নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন’।