গত মাসেই নেপালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন টের পাওয়া গিয়েছিল কলকাতাতেও। এবার সাত সকালে বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতার বেশ কিছু জায়গা। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার নীচে ছিল তার উপকেন্দ্র।
ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৯টা ৫ মিনিটে কেঁপে উঠে বাংলাদেশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাছাকাছি। রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালি, কুষ্টিয়া-সহ বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুধু বাংলাদেশই নয়, এপার বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কম্পন টের পাওয়া গিয়েছে। আবার, দক্ষিণবঙ্গে নদিয়ার কৃষ্ণনগর, দক্ষিণ ২৪ পরগণার বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও টাকিতে কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গিয়েছে ভূ-কম্পন।