গত সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ কালী প্রতিমা বিসর্জনের সময় নিমতলা ঘাটে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ বর্মণের (৩৪) বাড়ি জলপাইগুড়িতে। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন।
শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মৃত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তাঁর স্ত্রীকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্দীপ বর্মণের পরিবারের প্রতি সমবেদনা জানাতেও ভোলেননি তিনি।