গত মঙ্গলবার ছিল শিশু দিবস। বৃহস্পতিবার সকালে বিজেপি সোশাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী দুটি ছোট ছেলেমেয়েকে ম্যাজিক দেখাচ্ছেন। কয়েন নিয়ে ম্যাজিক।
প্রথমে সেটি নিজের কপালে লাগাচ্ছেন। তার পর মাথার পিছনে চাটি মেরে হাতে ফেলছেন। কিন্তু ছোট ছেলেমেয়ে দুটি কপালে কয়েন সেভাবে লাগিয়ে দিলেও চাটি মারলে পড়ছে না। কয়েন ভ্যানিশ!
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই খুনসুটি নিয়ে গেরুয়া পরিবারে অনেকে আপ্লুত। শেষ কবে এমন দেখা গিয়েছে তাঁরা মনে করতে পারছেন না।
আবার সোশাল মিডিয়ায় এ নিয়ে কটাক্ষও শুরু হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘মোদী আঙ্কল, টাকার দাম কীভাবে এতটা ফেলে দিলেন?……. ‘এভাবে’।
শিশুদের ব্যাপারে যত্নশীল ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৪ নভেম্বর তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। তার পর থেকে ১৪ নভেম্বর দেশের সব প্রধানমন্ত্রী অন্তত প্রতীকী ভাবে ওই দিন স্কুলের ছোট পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। রাখী পূর্ণিমার দিনও শিশুদের হাত থেকে রাখী পরার চল রয়েছে সাউথ ব্লকে।