মার্কিন ধনকুবের নেভিল রয় সিংহমকে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিদেশ থেকে টাকা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে নিউজ পোর্টাল নিউজক্লিকের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে সিংহমের। তাই তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার নেভিল রয় সিংহমকে সমন পাঠিয়েছে ইডি। পিএমএলএ ধারায় বিদেশ মন্ত্রকের মাধ্যমে মার্কিন ধনকুবেরকে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, নিউজক্লিকের আর্থিক তছরুপের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি দিল্লির একটি আদালত ‘লেটার রোগেটরি’ ইস্যু করে ইডিকে নেভিলের বয়ান রেকর্ড করার অনুমতি দেয়। এর আগেও ওই মার্কিন ধনকুবেরকে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে সাড়া মেলেনি।
কে এই নেভিল রয় সিংহম? আমেরিকার কোটিপতি ব্যবসায়ী ও সমাজসেবী তিনি। ‘ThoughtWorks’ নামের একটি আইটি কোম্পানি রয়েছে তাঁর। মূলত, বিভিন্ন সফ্টওয়্যার, টুলস ও কনসালটেন্সি পরিষেবা প্রদান করে সংস্থাটি। ১৯৫৪ সালে শ্রীলঙ্কার রাজনীতি গবেষক ও ঐতিহাসিক আর্চিবল্ড বিক্রমরাজা সিংহমের ঘরে জন্ম হয় নেভিলের। ২০১৭ সালে ডেমোক্র্যাটিক দলের প্রাক্তন উপদেষ্টা জডি ইভান্সকে বিয়ে করেন তিনি।