দীর্ঘদিন ধরেই বাংলার আবাস যোজনা এবং একশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনেও নেমেছিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে নয়াদিল্লি অভিযান এবং তার পর রাজভবনের বাইরে ধরনায় বসেছিলেন। এবার সেই পাওনা টাকাকেই কালীপুজোর থিম করেছে কাঁথির এক পুজো কমিটি। আর তাতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এটা শুভেন্দু অধিকারীর গড় বলেই ধরা হয়। সেখানে কেন্দ্র বিরোধী এমন থিম বেশ তাৎপর্যপূর্ণ।
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে হঠাৎকালী মায়ের ভক্তদের এবারের শ্যামাপুজোর থিম ‘নির্মাণ’। ১০০ দিনের প্রকল্পের শ্রমিকরা মিলে এখানে হঠাৎকালী মায়ের মন্দির নির্মাণ করছেন। আর কালীপুজোর দিন মায়ের কাছে তাঁরা প্রার্থনা করছেন, ‘মা একশো দিনের টাকা পাইয়ে দাও। খুব শীঘ্রই যেন বকেয়া টাকা হাতে আসে। আর সবসময় যেন কাজ জোটে।’ এই মণ্ডপ পরিকল্পনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী সুতনু মাইতি। শিল্পীর পরিকল্পনায় মণ্ডপ নির্মাণের কাজ করেছেন জবকার্ডধারী একশো দিনের শ্রমিকরা। সাত বছর ধরে দুই হাতের মা হঠাৎকালী মূর্তি এখানে আদিবাসী রমণী রূপে পুজিত হন। এবার তাতে পরিবর্তন আনা হয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এমন কালী পুজোর থিম অন্য মাত্রা যোগ করেছে।