জোর করে মদ্যপান করানো হয়েছিল, তারপর টেনে হিচড়ে হোটেলের রুমে নিয়ে গিয়ে শুরু হল অকথ্য অত্যাচার। হোটেল রুমে গণধর্ষণের শিকার হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। যুবতীর অভিযোগ, তাঁর বন্ধু ও কয়েকজন মিলে জোর করে মদ্যপান করায় তাঁকে। এরপর তাঁকে রুমে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়। প্রতিবাদ করলে তাঁকে ব্যাপক মারধরও করা হয়।
আগ্রা পুলিশের তরফে জানানো হয়েছে, গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে চার ব্যক্তি ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও মারধোরের অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, নির্যাতিতা যুবতীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী ওই হোটেলেরই কর্মী। বিগত দেড় বছর ধরে ওই হোটেলে কর্মরত। ওই যুবতীর অভিযোগ, তাঁর বন্ধু ও কয়েকজন যুবক মিলে জোর করে মদ্য়পান করায়। এরপর তাঁকে জোর করে রুমে টেনে নিয়ে যায় এবং সেখানে তাঁকে গণধর্ষণ করে। সোশ্যাল মিডিয়াতেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি যুবতীর পা ধরে রুমের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। সাহায্যের জন্য চিৎকার করছিলেন ওই যুবতী। পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।