গত ৬ মাস ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই দাবি করুক না কেন সেখানে শান্তি ফিরেছে, বাস্তব বলছে এখনও অগ্নিগর্ভ মণিপুর।এবার যেমন সেখানে নিখোঁজ হয়ে গেলেন ২ তরুণ। পুলিশ সূত্রে খবর, বাইকে চেপে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা। সোমবার সকাল পর্যন্ত তাঁরা বাড়ি ফিরে না আসায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। নিখোঁজ দুই তরুণের নাম যথাক্রমে মাইবাম অবিনাশ এবং নিংথৌউজাম অ্যান্টনি। দু’জনেই মণিপুরের রাজধানী ইম্ফলের লামসাং শহরের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, মাইবাম এবং নিংথৌউজামকে কেউ অপহরণ করেছেন। পুলিশ যেন তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেন সেই দাবিতে ইম্ফলের কয়েকটি স্কুলের পড়ুয়ারা রাস্তায় নেমে মিছিল করেন। কেইসম্পাত এলাকায় তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানান বলে পুলিশ সূত্রে দাবি। পড়ুয়াদের পাশাপাশি লামসাং শহরের বাসিন্দারাও রাস্তায় নেমে টায়ার পুড়িয়ে, ভারী পাথর ছুড়ে প্রতিবাদ জানান। লামসাং থানার পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বাইক চালিয়ে দুই তরুণ ইম্ফলের সেকমাই এলাকার দিকে গিয়েছিলেন। তার পর আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি। তল্লাশি অভিযানে কাংপোকপি জেলার সীমানা পেরিয়ে সেনাপতি জেলার একটি ওয়েল পাম্প থেকে দু’টি মোবাইল ফোনের সন্ধান পায় পুলিশ। তাদের দাবি, ফোন দু’টি ওই দুই নিখোঁজ তরুণের।