যোগী আদিত্যনাথের আমলে আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থা পাশাপাশি ক্রমাগত অবনতি হচ্ছে উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার। বারবারই বেআব্রু হয়ে পড়ছে যোগী রাজ্যের শিক্ষার বেহাল দশা। এর আগে যেমন অভিযোগ উঠেছিল, সেখানের স্কুল শিক্ষিকারা এতটাই ফেসবুক, ইনস্টগ্রামে আসক্ত হয়ে পড়েছেন যে স্কুলে এসে পড়ানোর বদলে রিলস বানাতেই ব্যস্ত থাকছেন তাঁরা! এমনকী পড়ুয়াদের সেই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে বাধ্য করা হচ্ছে। আর এবার ক্লাসের মধ্যেই নেশায় বেহুঁশ হয়ে পড়ে রইলেন খোদ শিক্ষক। ধাক্কা দিয়েও তাঁকে তোলা যায়নি বলে অভিযোগ। ওই শিক্ষকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাপের মুখে তাঁকে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়। অভিযুক্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অভিযোগ, তিনি প্রায়ই স্কুলে নেশাগ্রস্ত অবস্থায় আসতেন। কিছুই পড়াতেন না ছাত্রছাত্রীদের। এ কথা জানার পর অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাও ওই শিক্ষকের শাস্তির দাবি তুলেছিলেন। অভিযোগ, বার বার আপত্তি করা সত্ত্বেও তিনি নেশা করেই স্কুলে যেতেন। কর্তৃপক্ষকে বলেও কোনও ফল হয়নি। সম্প্রতি আবার ওই শিক্ষক নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে গেলে তাঁর ভিডিয়ো করেন স্থানীয়েরা। তিনি ক্লাসরুমের চেয়ারে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। কোনও হুঁশ ছিল না তাঁর। ধাক্কা মেরেও লাভ হয়নি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় শিক্ষককে জাগান স্থানীয়েরা।