ভোটের দিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ছত্তীসগড়ের সুকমা। ওই জেলার কোণ্টা এলাকায় আবার হামলার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ, কোণ্টায় ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছো়ড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)।
ভোট শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ছত্তীসগড়ের ২০টি আসনে ১০ শতাংশ ভোট পড়েছে। সুকমায় সকালে বিস্ফোরণ হওয়ায় পরিস্থিতি থমথমে। প্রথম দু’ঘণ্টায় সেখানে ভোট পড়েছে মাত্র ৪.২১ শতাংশ। ২০টির মধ্যে ১০টি আসনে ভোট শুরু হয়েছে ৭টায়। চলবে ৩টে পর্যন্ত। বাকি ১০টি আসনে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রতি বারের মতোই এ বারও ‘নিয়ম মেনেই’ ভোট বয়কটের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)। ভোটপর্ব শুরুর ৭২ ঘণ্টা আগে ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলার প্রভাবশালী বিজেপি নেতা রতন দুবেকে খুন করে ইতিমধ্যেই নিজেদের শক্তি নতুন করে জানান দিয়েছে তারা। এ বার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী (প্রতি কোম্পানিতে ১০০ জনেরও বেশি জওয়ান এবং অফিসার থাকেন)।