এবিপি নিউজ সি ভোটার সমীক্ষা। ভোটের আগেই এই সমীক্ষা। মধ্য়প্রদেশ, ছত্তিশগড়ে, রাজস্থানে কারা সরকার গড়তে পারে। তার ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এই তিন রাজ্যের ভোটকেই লোকসভা ভোটের সেমিফাইনাল বলে ধরা হচ্ছে।
মধ্য়প্রদেশে বর্তমানে বিজেপি সরকার। মোট আসন ২৩০। সরকার গড়তে গেলে ১১৬ ম্যাজিক ফিগার দরকার। এবিপি -সি ভোটার সমীক্ষা বলছে, ওই রাজ্য়ে কংগ্রেস সরকার গড়তে পারে। কংগ্রেস ১১৮-১৩০ আসন পেতে পারে। বিজেপি ৯৯ থেকে ১১১ আসন পেতে পারে। অন্যান্যরা ২টি আসন পেতে পারে। কংগ্রেস ৪৪ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট। অন্যান্যরা ১৪ শতাংশ পেতে পারে।
রাজস্থানে সরকারে রয়েছে কংগ্রেস। সব মিলিয়ে আসন ২০০টি। ম্যাজিক সংখ্য়া ১০১ সরকার গড়ার জন্য। সার্ভে বলছে সরকার গড়তে পারে বিজেপি। বিজেপি ১১৪-১২৪ আসন পেতে পারে। কংগ্রেস ৬৬-৬৭ আসন পেতে পারে। অন্যান্যরা ৫-১৩টি আসন পেতে পারে। বিজেপি ৪৫ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ১৩ শতাংশ ভোট।
ছত্তিশগড়ে সরকারে রয়েছে কংগ্রেস। সব মিলিয়ে আসন সংখ্য়া ৯০। সরকার গড়তে দরকার ৪৬টি আসন । সমীক্ষা বলছে কংগ্রেস সরকার গড়তে পারে। সমীক্ষা রিপোর্ট বলছে ৪৫-৫১টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি ৩৬-৪২টি আসন পেতে পারে। অন্যান্যরা ২-৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১২ শতাংশ ভোট।
তবে এই সমীক্ষা যদি মিলে যায় তবে বিজেপির কপালে দুঃখ আছে। বিজেপি মাত্র একটা রাজ্যে এগিয়ে রয়েছে সমীক্ষা অনুসারে। মধ্য়প্রদেশও হাতছাড়া হতে পারে। ছত্তিশগড়ে ফের কংগ্রেস ক্ষমতায় আসতে পারে।