এবার বেলঘড়িয়ায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে সিপিএমকে আক্রমণ করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, সিপিএমকে আর আসতে দেবেন না! সিপিএম মানেই আবার সেই মারামারি, হিংসা।
মঞ্চ থেকে সৌগত বলেন, ‘আগে বেলঘড়িয়া অঞ্চলে বামপন্থীদের খুব প্রভাব ছিল। তাঁর কথায়, ‘সিপিএম বিরোধীদের ওপর মারত, হামলা করত। কিন্তু আমাদের কর্মীরা সবাই কাজ করে। সিপিএম এখানে দুর্বল হয়ে গিয়েছে। মাঝে মাঝে হয়তো মিছিল বার করে। কিন্তু ওদের ভোট কোনও জায়গায় নেই।’ সিপিএমকে কটাক্ষ করে সৌগতর বার্তা, ‘আমি আপনাদের বলব, সিপিএমকে আর আসতে দেবেন না। সিপিএম মানে আবার সেই হিংসা মারামারি। লাল ঝান্ডা কারে পুকার বলে মানুষের মাথায় লাঠি দিয়ে মারে। এসব আমরা হতে দেব না।’