বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকেই কয়েকটি রাজ্যের জন্য আসন সমঝোতা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তে আসতে অক্টোবর পর্যন্ত সময় নেওয়া হয়েছিল। আর অক্টোবর যেতেই এবার উত্তরপ্রদেশে আসন রফা চূড়ান্ত করতে তৎপর সমাজবাদী পার্টি৷
এক বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৫টিতে লড়তে পারে তারা৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটাই এগিয়ে ফেলেছে অখিলেশ যাদবের দল৷ বাকি ১৫টি আসন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলির জন্য ছাড়তে রাজি তারা৷
শেষ পর্যন্ত এই প্রস্তাবে ইন্ডিয়া জোটের সঙ্গীরা রাজি হলে কংগ্রেসের জন্য রায়বরেলি এবং অমেঠি কেন্দ্র দুটি ছেড়ে দেবে সমাজবাদী পার্টি৷ তবে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে আসন রফা নিয়ে সমস্যা হলে অথবা কোনও কারণে বিরোধীরা একজোট না হলে তারা একক ভাবেই বিজেপি-র বিরুদ্ধে উত্তর প্রদেশে মোকাবিলা করতে তৈরি৷