রাস্তায় পড়ে কাতরাচ্ছে দুর্ঘটনায় জখম ৩০ বছরের এক যুবক। কিন্তু তাঁকে সাহায্য করতে এগিয়ে এল না কেউ। পথচারীরা শুধু ছবি তুললেন। কিন্তু যন্ত্রণাকাতর তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন না কেউ। উল্টে চুরি গিয়েছে অর্ধমৃত যুবকের মোবাইল এবং ক্যামেরা! হ্যাঁ, এমনই অমানবিক ঘটনা ঘটেছে রাজধানীর রাস্তায়। দিনকয়েক আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, বাইক দুর্ঘটনার পর ৩০ বছরের এক যুবক রাস্তায় পড়ে গিয়েছিলেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। উল্টে ভিড় জমে যায় তাঁকে দেখার জন্য। উৎসুক জনতা এসে মোবাইলে ক্যামেরাবন্দি করে রক্তাক্ত যুবকের ছবি। উল্টে অর্ধমৃত যুবকের মোবাইল এবং ক্যামেরা চুরি করে পালায়। ২০ মিনিট রাস্তাতেই পড়ে থাকার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই যুবকের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে গত ২৮ অক্টোবর রাত ১০টা নাগাদ। মৃতের নাম পীযূষ পাল। পীযূষ একজন তথ্যচিত্র নির্মাতা বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। ঘটনার দিন তিনি বাইক নিয়ে যাওয়ার সময় যখন লেন পরিবর্তন করছিলেন, সেই সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা মারে তাঁর বাইকে। সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় পড়ে যান পীযূষ। রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকেন তিনি। তাঁর এক বন্ধু জানিয়েছেন, ঘটনার পর অন্তত ২০ মিনিট ওইভাবেই পড়ে ছিলেন পীযূষ। তাঁকে দেখতে ভিড় জমে গেলেও কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার কিংবা প্রাথমিক চিকিৎসা করার চেষ্টাটুকুও করেনি। উল্টে তাঁর মোবাইল চুরি হয়ে যায়। সন্ধান নেই সঙ্গে থাকা গো-প্রো ক্যামেরাটিরও। সেটি দিয়েই তথ্যচিত্র বানানোর জন্য ভিডিও ও ছবি তুলতেন তিনি। পীযূষ রাস্তায় পড়ে থাকার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তাঁরাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে পীযূষের। পুলিশ জানিয়েছে, যে বাইকটি পীযূষকে ধাক্কা মেরেছিল, তার চালককে চিহ্নিত করা গেছে। বান্টি নামে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।