বারবারই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীতে কোনও রকম কারচুপি করলে বা সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তিনি। এবার যেমন সরকারি হাসপাতালের রোগীকে বেসরকারি হাসপাতালে রেফারে রাশ টানতে চলেছে তাঁর সরকার। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন।
প্রসঙ্গত, রেফার রোগ বাংলার বুকে নতুন নয়। রোগীর পরিজনের একটা বড় অংশের অভিযোগ, সরকারি হাসপাতালে তাঁদের রোগীকে নিয়ে গেলে সেখানে চিকিৎসার পরিবর্তে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময়েই রেফার করা হয় বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা বহু রোগীর পরিজনদের থেকেও উঠেছে এই অভিযোগ।
এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে রেফারে চিকিৎসককে কৈফিয়ত তলব করছে রাজ্য। কেন করলেন, কী সমস্যা, রোগীর রোগের চিকিৎসা কেন সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে হচ্ছে না, সমস্ত বিষয়ে দিতে হবে কৈফিয়ত। জবাবে সন্তষ্ট না হলে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি যে বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে সেই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।