ইডির কড়া নজরে কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আজ আবগারি নীতি দুর্নীতি মামলায় জেরার জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আজ সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরিওয়ালের। সূত্রের খবর, শুল্ক নীতি দুর্নীতির তদন্তে আজ ইডির মুখোমুখি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এমনও জল্পনা রয়েছে তিনি হাজিরা নাও দিতে পারেন। এসবের মধ্যেই ইডিকে চিঠি লিখলেন কেজরিওয়াল। সূত্রের খবর, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোটিস ফেরত নিন বলে ইডিকে জানিয়েছেন কেজরি।
এদিকে, ইডির সমনের পরই আপের তরফে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে আজ হাজিরা দিলেই গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। ইতিমধ্যেই তাঁরা বিক্ষোভের পরিকল্পনাও করে রেখেছে।
এ দিন সকালেই আপ নেতা তথা দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দের সিভিল লাইন্স এলাকার বাড়িতে হানা দেয় ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী নিজের ব্যক্তিগত ব্যবসাকে কাজে লাগিয়ে আবগারি দুর্নীতির টাকা হাওয়ালা মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন।