কেন্দ্রীয় ‘বঞ্চনা’কে সামনে রেখে লোকসভা ভোটের প্রস্তুতিতে এ মাসেই মাঠে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ নভেম্বর দলের সর্ব স্তরের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সভায় সেই দ্বিতীয় দফার সেই কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি
দুর্নীতি, গ্রেফতার ও বঞ্চনা নিয়ে চাপানউতোরের মধ্যেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। ভাইফোঁটার পর দিন সেই লক্ষ্যে দলের নেতা-কর্মীদের বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, ওই দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের নেতা-কর্মীদের একটি সভা ডাকা হচ্ছে। ‘বিজয়া সম্মিলনী’র মোড়কে ওই সভা থেকেই এই পর্বের আন্দোলনের দিগ্নির্দেশ করতে পারেন মমতা।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে অক্টোবরের গোড়ায় দিল্লির কর্মসূচিতে থাকার কথা ছিল মমতার। কিন্তু পায়ের ব্যথার কারণে দিল্লি ও পরে কলকাতায় রাজভবনের সামনে তৃণমূল যে ধর্না কর্মসূচি নিয়েছিল, তাতে থাকতে পারেননি তিনি। তবে ওই জোড়া কর্মসূচি শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নভেম্বরে কর্মসূচির দ্বিতীয় দফায় মমতা থাকবেন। এই পর্বে দিল্লিতেও তৃণমূলের প্রস্তাবিত একটি বড় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক।