পুজোর আগে নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেতুর সংস্কার নিয়ে পূর্ত দফতর এবং সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এইচআরবিসি-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই আগামী ৮ মাসের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে মেরামতির কাজের জন্য আংশিক বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতুকে ধরে রেখেছে কেবল স্টেইড। সেই কেবলগুলির মধ্যে কয়েকটি কেবলের অবস্থা ভাল নয় বলে খবর ছিল। সেইগুলি মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। তাই নিয়ে পুজোর আগে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর পর থেকেই সেতু মেরামতির কাজ করা হবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মেরামতির প্রস্তুতিমূলক কাজ নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে। প্রথমেই উভয় প্রান্তে সেতুর কিছু অংশ ভেঙে ফেলার কাজ হবে। সেই কাজ শেষ হলেই শুরু হবে মেরামতির মূল পর্ব।