খেজুরির বারাতলায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বেশ কিছু বিজেপি কর্মী এবং সমর্থক। বিজেপির কাঁথি সংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক নিখিল আড়ি সহ ৩০ জন কর্মী সমর্থক এই দিন তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
এখনও ভাঙন অব্যাহত বিজেপিতে। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরীতে ভাঙন। এই ঘটনায় লোকসভা নির্বাচনের আগে বিজেপির উপর চাপ আরও বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কিছুদিন আগে তৃনমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের উপস্থিতিতে খেজুরীতে বহু বিজেপি নেতা কর্মী তৃনমূলে যোগ দিয়েছিলেন। তার রেশ কাটার আগেই ফের ভাঙনের খবর।
পাশপাশি বিজেপি-র অন্দরের সমস্যা সামনে চলে দলের বিজয়া সম্মিলনীতেও। বিজয়ী সম্মিলনীতে দিলীপ ঘোষকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন অনুগামীরা। সোগ্লান উঠল, ‘হাউ ইজ দ্য জোশ, দিলীপ ঘোষ’, ‘হামারা মুখ্যমন্ত্রী ক্যায়াসা হো, দিলীপ ঘোষ য্যায়সা হো’।