পায়ে চোট ছিল তাঁর। সুস্থ হয়ে ৫০ দিন পর নবান্নে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর সারাদিন ধরেই বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকলেন তিনি। কথা বললেন বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে। একাধিক বৈঠকও করলেন। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করলেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তবে এদিন খুব বেশি হাঁটাহাঁটি করতে দেখা যায়নি তাঁকে। এতদিন পর তিনি নবান্নে যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার উপর মুখ্যমন্ত্রীর পায়ে সমস্যা থাকায় তাঁর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থাও করা হয়েছিল। এসবের মধ্যেই একাধিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নির্দেশিকা দিয়েছেন একাধিক দফতরের আধিকারিকদের। ঠিক হয়েছে, আগামী ৮ই নভেম্বর নবান্নেই বসবে মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রীর অসুস্থতার কারণে মন্ত্রিসভার আগের বৈঠক বসেছিল তাঁর কালীঘাটের অফিসে। কিন্তু এবার যথারীতি নবান্নেই বৈঠক করবেন রাজ্যের মন্ত্রীরা। দীপাবলীর আগে ওই বৈঠক নানাভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকের দিনটি নিয়ে খানিক দ্বন্দ্ব ছিল। ওই সময়ই বিধানসভার অধিবেশন চলার কথা। তাছাড়া ৯ই নভেম্বর মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলিনী আছে। সবদিক ভেবেচিন্তে ৮ই নভেম্বর বৈঠকের দিন ঠিক হয়েছে। ওইদিন একাধিক বিষয়ে আলোচনার মধ্যেও গুরুত্বপূর্ণ হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দুই দফতরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। সদ্যই রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত তিনি ইডি হেফাজতে থাকবেন। তাঁর দফতর বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা। যদিও বনদফতরের কাজকর্ম আপাতত দেখছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকেই কি দায়িত্বে রাখা হবে, নাকি অন্য কারও উপর বনদফতরের ভার দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে এদিন আবার রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। বিবেক সহায়কে হোমগার্ডের ডিজি পদে আনা হয়েছে। জ্ঞানবন্ত সিংকে আর্থিক অপরাধ সংক্রান্ত বিভাগের ডিরেক্টর করা হয়েছে। এডিজি, সিআইএফ পদে নিযুক্ত করা হয়েছে অজয় নন্দকে।