প্রধানমন্ত্রীকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে, বেশি সময় বাকি নেই। প্রাক্তন নৌবাহিনী অফিসারের বোনের কাতর আর্জি। কাতারে ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন অফিসারের মৃত্যুদণ্ড ঘোষণা হতেই, চরম অস্বস্তিতে বিদেশ মন্ত্রক। এর মাঝেই বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর আধিকারিকের বোন।
গত বছরের আগস্টে কাতার কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া আট প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক ক্ষোভ প্রকাশ করেছে। নয়াদিল্লি বলেছে যে, ভারত বিষয়টি নিয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। সূত্রের খবর, ওই নৌ অফিসারদের এমন অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল, যা প্রকাশ্যে আসেনি। এই ব্যাপারে বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা মৃত্যুদণ্ডের রায়ে গভীরভাবে মর্মাহত। বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা পরিবারের সদস্যদের এবং আইনি বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছি। আমরা সমস্ত আইনি বিকল্পগুলি সন্ধান করছি।’ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।
কাতারে ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন কর্মীর বিচারে করা স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে মিতু ভার্গব। যিনি কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারির (অবসরপ্রাপ্ত) বোন। তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিবার , ‘সময়ের অভাব উল্লেখ করে আট ভারতীয় সেনা আধিকারিকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “ব্যক্তিগত হস্তক্ষেপের’ দাবি করেন। ।
তিনি বলেন, ভারতীয় প্রক্তন আট সেনা কর্মীর পরিবার বৃহস্পতিবার নৌবাহিনী প্রধানের সঙ্গে দেখা করেছে এবং শীঘ্রই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গোয়ালিয়রের বাসিন্দা ভার্গব গত বছরের অক্টোবরে আট নৌসেনার মুক্তির জন্য কেন্দ্রের সাহায্য চাইতে এগিয়ে আসেন। এক বছর পরে, তিনি এখন মনে করেন এবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।