এবার খুনের হুমকি পেলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি! ই-মেইল মারফত খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। মুকেশের কাছ থেকে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির উদ্দেশে অভিযোগ দায়ের করেছেন মুকেশ আম্বানির নিরাপত্তারক্ষী।
জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে করা খুনের হুমকি ইমেইলে লেখা হয়েছে, তিনি যদি ২০ কোটি টাকা দিতে না পারেন, তাহলে তাঁকে খুন করা হবে। এমনকি, কীভাবে তাঁকে খুন করা হবে, তারও উল্লেখ রয়েছে ইমেইলে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, মেইলে লেখা, ‘আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের কাছে ভারতের সবচেয়ে ভালো শুটাররা আছে।’ মুকেশ আম্বানির নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের গামদেবী থানায় মামলা রুজু হয়েছে।