বয়স মাত্র ১৭ বছর। কিন্তু তার মধ্যেই হরিয়ানার ত্রাস হয়ে উঠেছিল যোগেশ কাদিয়ান। যদিও দু’বছর হল তিনি দেশছাড়া। কিন্তু এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে সদ্য সাবালক হওয়া এই দুষ্কৃতী। সংবাদমাধ্যম সূত্রে খবর, যোগেশ বর্তমানে মার্কিন মুলুকে আছে। তবে ঠিক কোথায় তা জানা নেই তদন্তকারী সংস্থাগুলির। গা ঢাকা দিয়ে থাকা যোগেশের খোঁজে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
জানা গেছে, এখন তিনি আমেরিকায় বাবিনহা গ্যাংয়ের হয়ে কাজ করে। দু’বছর সেখানেই রয়েছে। ভুয়ো পাসপোর্ট তৈরি করে ২০২১ সালে সকলের চোখে ধুলো দিয়ে আমেরিকা পালিয়েছে যোগেশ। সূত্রের খবর, বামবিহা গ্যাং এবং খালিস্তানি সন্ত্রাসীদের সঙ্গেও যোগেশের যোগ রয়েছে। তদন্তকারী সংস্থা এনআইএ, তদন্তের স্বার্থে ভারতে যোগেশের বাড়ি ও পরিচিত আস্তানায় হানা দিয়েছিল। এবার আসরে নামল ইন্টারপোল।
যোগেশের খোঁজ দিতে পারলে মিলবে দেড় লাখ টাকার আর্থিক পুরস্কার। এর আগেও অন্যান্য গ্যাংস্টারের ক্ষেত্রেও এমন রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। এই নোটিসে বলা হয়েছে, যোগেশকে দেখা মাত্রই সেই দেশের প্রশাসন যেন তাঁকে আটক করে। উল্লেখ্য, গ্যাংস্টার লরেন্স বিষ্ণইকে হত্যা করার ছক কষেছিল যোগেশই। বর্তমানে লরেন্স আমেদাবাদ জেলে রয়েছে।