এবছর দুর্গাপুজোয় একগুচ্ছ নতুন বাংলা ছবির স্বাদ পেতে চলেছেন দর্শকরা। কার্যত জমজমাট বক্স অফিস। মহাপঞ্চমীতে মুক্তি পেল ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’, ‘রক্তবীজ’ ও ‘জঙ্গলে মিতিন মাসি’। অগ্রিম বুকিংয়ের নিরিখে বাংলায় বলিউড ছবির থেকেও এগিয়ে রয়েছে টলিউড সিনেমা। প্রসঙ্গত, পুজো মানেই বাঙালিদের কাছে খাওয়া-দাওয়া, আড্ডার পাশাপাশি সিনেমা দেখা। দেব অনুরাগীরা ইতিমধ্যেই ‘বাঘাযতীন’ নিয়ে উচ্ছ্বসিত। তবে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ‘বাঘাযতীন’কেও টেক্কা দিল ‘দশম অবতার’।
উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের উন্মাদনা থাকবে, তা আগেভাগেই অনুমান করা গিয়েছিল। এবার দেখা গেল অগ্রিম বুকিংয়ের মার্কশিটে বলিউড ছবি ‘গণপত’কেও হারিয়ে দিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। রিলিজের আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। যা কিনা টলিউডের ইতিহাসে নজির বলেই ধরা হচ্ছে। সেই খবর দিলেন খোদ প্রযোজক মহেন্দ্র সোনি। বেঙ্গল বক্স অফিস সূত্রে খবর, বাংলায় ‘দশম অবতার’-এর শো সংখ্যা ২১৪টি। দেবের ‘বাঘাযতীন’ সেখানে ১৬৬টি শো পেয়েছে। এই দুটো সিনেমাই বলিউড ছবি টাইগার শ্রফ অভিনীত ‘গণপত’-এর থেকে অনেক এগিয়ে। অন্যদিকে, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’ পেয়েছে ১২৯টি শো। আর কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’র শো সংখ্যা ১০৪টি। এবার উৎসবের মরসুমে এই লড়াইয়ে কে জিতবে, সেদিকেই তাকিয়ে টলিমহল।