এবার বাংলায় বিকল্প চিকিৎসার প্রসার ঘটাতে রাজ্য জুড়ে ১২০টি নতুন আয়ুষ বহির্বিভাগ তৈরি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে ৭০টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক এবং ১০টি ইউনানি চিকিৎসাকেন্দ্র। এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে আয়ুষ চিকিৎসার সুযোগ আরও ভালভাবে পৌঁছে দিতে এই চিকিৎসাকেন্দ্রগুলি খোলা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে সর্বাধিক আয়ুষ বহির্বিভাগ খোলা হবে উত্তর ২৪ পরগনা জেলায়।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেখানে ৯টি হোমিওপ্যাথি, ৭টি আয়ুর্বেদিক এবং একটি ইউনানি ইউনিট খোলা হবে। কলকাতায় ১০ হোমিওপ্যাথি, ৫টি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্র খোলার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যে বর্তমানে ২৯৬টি আয়ুষ চিকিৎসা কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ সালের মধ্যে রাজ্যে নতুন ৬০০ পুরোদস্তুর আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উপযুক্ত চিকিৎসাকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করতে বলা হয়েছে।
চিকিৎসা কেন্দ্রগুলির মানোন্নয়ন এবং আসন সংখ্যা বাড়াতে রাজ্যের আয়ুষ অধিকরণ এবং কেন্দ্রের জাতীয় আয়ুষ মিশনের মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি এ ধরনের সমস্ত সুস্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তির ভিত্তিতে যোগ প্রশিক্ষক নিয়োগের জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষক নিয়োগের জন্য প্রতি জেলায় একটি করে নিয়োগ কমিটি তৈরি করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আয়ুষ বিভাগের জেলা অধিকর্তা ও যোগ পর্ষদের একজন বিশেষজ্ঞ থাকছেন।