দেশজুড়ে বেসরকারিকরণের হিড়িক তো রয়েছেই। এবার কি ক্রমশ খুচরো ব্যবসাকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মোদী সরকার? এমনই অভিযোগ তুলল কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। মোদী সরকার দফায় দফায় জানিয়েছে, তারা ই-কমার্স নীতি আনবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বাণিজ্য মন্ত্রক ও ক্রেতাসুরক্ষা মন্ত্রক বারবার প্রতিশ্রুতি দিলেও, আসেনি ই-কর্মাস নীতি।
স্বাভাবিকভাবেই এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দানা বেঁধেছে প্রবল অসন্তোষ। তাদের অভিযোগ, মোদী সরকারের উদাসীন মনোভাব দেশের খুচরো ব্যবসাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিদেশি ই-কমার্স সংস্থাগুলির ব্যবসার দাপটে কোণঠাসা খুচরো বাজার। কনফেডারেশনের বক্তব্য, প্রশাসন ও অর্থনৈতিক ক্ষেত্রে নির্দিষ্ট নীতি ও আইন আছে। কেবলমাত্র ই-কমার্সের ক্ষেত্রে কোনও নীতি নেই। কবে পদক্ষেপ নেবে মোদী সরকার, তা নিয়ে ঘনীভূত হয়েছে অনিশ্চয়তা।