নয়া বিতর্কের কেন্দ্রবিন্দুতে মোদী সরকার। গঙ্গাজলের উপরেও জিএসটি বসাচ্ছে কেন্দ্র, এই দাবি তুলে কংগ্রেসের কটাক্ষ, মোদী সরকার লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। “জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত সাধারণ ভারতীয়ের জীবনে গঙ্গার গুরুত্ব অপরিসীম। মোদিজী আপনি উত্তরাখণ্ডে রয়েছেন, কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গাজলের উপরে ১৮ জিসটি বসিয়েছে। যারা নিজের বাড়িতে রাখার জন্য গঙ্গাজল কেনেন, তাঁদের কথা একবারও ভেবে দেখেননি”, টুইটে লিখেছেন তিনি।
পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদীকে মণিপুর ইস্যুতে তোপ দেগেছে কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরের পরে তাঁকে বিঁধতে ভোলেনি। অগ্নিগর্ভ মণিপুরে কবে যাবেন প্রধানমন্ত্রী? প্রশ্ন তুলেছে হাত শিবির।