লোকসভা ভোট যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপিতে কোন্দল ততই চরম আকার নিচ্ছে। এবার বারাসত সাংগঠনিক জেলার কোন্দল আছড়ে পড়ল বিজেপির সল্টলেকের অফিসে। বুধবার বিকেলে তুলকালাম চলল সল্টলেক অফিসে। রাজ্য নেতাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ ও ক্ষোভ উগরে দিল বারাসাত সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা।
বারাসাত জেলার সভাপতির অপসারণের দাবিতে এদিন দলের বিক্ষুব্ধ কর্মীরা কার্যত তাণ্ডব চালাল বিজেপি অফিসে। বাঁশ ও ইট দিয়ে মূল ফটকের তালা ভাঙে বিক্ষোভকারীরা। কেউ কেউ গেট ও পাঁচিল টপকে অফিস চত্ত্বরে ঢুকে পড়েন। গেটে লাথি মারা থেকে শুরু করে রীতিমতো তান্ডব চলে বিজেপি দপ্তরে।
দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ কর্মীরা। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি তোলেন তারা। মারমুখী বিজেপি কর্মীরা অফিস চত্বরে ঢুকে পড়েন। ওখানে থাকা বিজেপি কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিক্ষুব্ধদের মারে জখম হন এক বিজেপি কর্মী। কপাল ফেটে রক্ত ঝরতে থাকে জখম ওই বিজেপি কর্মীর।
প্রকাশ্যে বিজেপির এই মারপিট ও কোন্দলের জেরে এদিন ধুন্ধুমার বেঁধে দলের সল্টলেক দপ্তরে। পার্টি অফিসের মূল ফটক টপকে বিক্ষুব্ধ কর্মীরা ভিতরে ঢুকে পড়ে। ভয়ে পার্টি অফিসের নিরাপত্তা রক্ষী ও উপস্থিত নেতা কর্মীরা দোতলায় ওঠার কোলাপসিবল গেট বন্ধ করে দেয়। রাত পর্যন্ত পার্টি অফিসের সামনে ধরনায় বসে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ঠান্ডা ঘরে বসে পার্টি চালাচ্ছেন। গ্রুপবাজি করছেন।’