লাদাখ অটোনোমাস হিল কাউন্সিলের ভোটের অধিকাংশ আসনে জয় পেল কংগ্রেস ও ন্যাশানাল কনফারেন্স। এই জায়গাটি কার্গিলের মধ্যে পড়ছে। ৩৭০ ধারা বিলোপ ও জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার পরে এই প্রথম এই ঘটনা।
এখনও পর্যন্ত ২২টি আসনে ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কংগ্রেস ৮টি আসনে জিতেছে। ন্যাশানাল কনফারেন্স জিতেছে ১২টি আসনে। ভারতীয় জনতা পার্টি জিতেছে দুটি আসনে। একটা আসনে জিতেছে নির্দল প্রার্থী। ন্যাশানাল কনফারেন্স ও কংগ্রেস যথেষ্ট সাফল্য পেয়েছে বলে মনে করা হচ্ছে।
রবিবার সকালে কড়া সুরক্ষার মধ্য়ে এই ভোট গণনা হয়। এদিকে প্রথমেই বোঝা যাচ্ছিল ন্য়াশানাল কনফারেন্স আর কংগ্রেস ক্রমেই এগিয়ে যাচ্ছে। তারা একসঙ্গে জোট বেঁধে লড়াই করলেও একাধিক আসনে তাদের বন্ধুত্ব পূর্ণ লড়াই ছিল।
কংগ্রেস প্রার্থীরা শাকর, বারু, পারকাচিক, চিকতান, চোসকোর, রেনপুরা দ্রাস, সুরু, পাসখুম এলাকায় কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়। কংগ্রেস নেতাদের দাবি, গত অগস্ট মাসে রাহুল গান্ধী কার্গিলে এসেছিলেন। সেই রাহুল ম্যাজিক কাজ করেছে। কংগ্রেস এমপি রজনী পাটিল এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, কার্গিল হিল কাউন্সিল ভোটে কংগ্রেস এগিয়ে রয়েছে। রাহুল গান্ধীর সফর এই জয়ের পেছনে রয়েছে।