বাংলার দাবি না মানলে দু’মাসের মধ্যে আবার দিল্লি যাবে তৃণমূল। আর এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিয়ে আন্দোলন হবে। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরের মঞ্চ থেকে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বাংলার জব কার্ড হোল্ডারদের কথা দিয়েছেন ছ’মাসের মধ্যে ১০ শতাংশ সুদ সমেত দিল্লি থেকে তাদের প্রাপ্য টাকা ফেরত আনবেন তিনি। অভিষেক বলেন, ‘যত দিন না বাংলার মানুষ নিজেদের অধিকার পাচ্ছে তত দিন কেন্দ্রীয় সরকারকে তৃণমূল এক ছটাক জমি ছাড়বেন না।’
অভিষেক বলেছেন, ‘২০ লাখের যে টাকা আটকে রেখেছে, আমি বলছি তাদের টাকার ব্যবস্থা আমি করব দু’মাসের মধ্যে। বাকি রইল আরও ২০ লাখ। আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ছ’ মাস দিন। ২০ লক্ষ লোকের টাকার ব্যবস্থাও আমি করব। মানুষ যদি চায় তবে এই ২০ লক্ষ মানুষের টাকা ১০ শতাংশ সুদ সমেত ফেরত নেব আমি।’ কেন ১০ শতাংশ সুদ? তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, ‘দু’বছর ধরে যে মূল্যবৃদ্ধি হয়েছে তার দাম দেবে কে?’
অভিষেক বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি। আজ ৫০০০ লোক এসেছে দু’মাসের মধ্যে এক লাখ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবার সভা করব। বুকের পাটা থাকলে আটকে দেখান। যে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন, সেই দিল্লির বুকে দাঁড়িয়ে দু’মাসের মধ্যে আবার সভা করব। আবার মিছিল হবে।’