পঞ্চায়েতের বোর্ড গঠনে বিরোধীদের সঙ্গে আঁতাতের অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে আগেই শোকজ করেছিল তৃণমূল। এবার একই অভিযোগ উঠল জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
অভিযোগ, দলীয় নির্দেশ উপেক্ষা করে বাম-কংগ্রেসের সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে মদত দিয়েছেন আব্দুর রাজ্জাক। সেই কারণেই দলের তরফে কারণ জানতে চেয়ে তাঁকে শোকজ করা হয়েছে বলে খবর। শোকজ করেছেন মুর্শিদাবাদ তৃণমূলের সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায়। বিষয়টি প্রকাশ্যে আসতে জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার জলঙ্গি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন ছিল। সেখানেই দলের নির্দেশ উপেক্ষা করে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠনের অভিযোগ ওঠে জলঙ্গির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এরপরই আব্দুর রাজ্কাকের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সরব হন জেলা যুব তৃণমূল সভাপতি রাকিবুল। এরপরই জলঙ্গির বিধায়ক, ব্লক সভাপতি এবং এক প্রধানকে দলবিরোধী কাজের অভিযোগে শোকজ করেন দলের জেলা সভানেত্রী।