ইডি দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে এই নিয়ে বার্তা দিলেন ডায়মণ্ড হারবারের সাংসদ। নিজের অবস্থান স্পষ্ট করলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তেমনই নোটিস পাঠিয়েছিল (ইডি) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার প্রেক্ষিতেই অভিষেক আগে নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে, নাম না করে ৫৬ ইঞ্চির ছাতিকে কাপুরুষ এবং অন্তঃসারশূন্য বলে কটাক্ষ করেছিলেন।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আগে দায়বদ্ধতা ও স্বচ্ছতা। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে।’ সুতরাং ইডি দফতরে গিয়ে তিনি মুখোমুখি হবেন প্রশ্নের তা জানিয়ে দিলেন।
অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয়কারী বৈঠক বসছে বুধবার। শরদ পাওয়ারের বাড়িতে সেই বৈঠক হওয়ার কথা। সেখানে অনুপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও স্পষ্ট হয়েছে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। তাই প্রথম বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকছে না। তবে কলকাতা হাইকোর্টের রায় সঙ্গে থাকায় জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করা ছাড়া কিছুই করতে পারবে না ইডি।