গণপরিবহণে সংকট রুখতে নতুন পদক্ষেপের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত, আইনি গেরোয় আটকে রয়েছে ইলেক্ট্রিক বাসের ডেলিভারি। তাই এবার রাস্তায় ২৫০ নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। এর মধ্যে যেমন রয়েছে সিএনজি ও বিদ্যুৎচালিত বাস, তেমনই রয়েছে ডিজেলচালিত বাসও। মঙ্গলবার একথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গত বছর আগস্টে ১১৮০টি বিদ্যুৎচালিত বাস সরবরাহের জন্য টাটা মোটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল রাজ্য সরকার। সেই চুক্তি অনুসারে চলতি বছর মার্চের মধ্যে ৫৫০টি বাস পাওয়ার কথা ছিল। কলকাতায় সমস্ত ডিজেলচালিত বাস বাদ দিয়ে সেখানে বিদ্যুৎচালিত বাস নামোনোর পরিকল্পনা ছিল সরকারের। মঙ্গলবার পরিবহণমন্ত্রী জানান, আদালতে মামলা হওয়ায় এখনো পর্যন্ত সেই বাস হাতে পাওয়া যায়নি। ওদিকে ব্যবহারযোগ্য না থাকায় নিয়মিত বসে যাচ্ছে একের পর এক সরকারি বাস। তার ওপর সামনেই দুর্গপুজো।
কাজেই, এমতাবস্থায় যাত্রীদের চাপ সামলাতে জরুরি ভিত্তিতে ২৫০টি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর মধ্যে সব রকম জ্বালানিতে চালিত বাসই থাকবে। মন্ত্রী আরও জানান, যে সমস্ত বাসের সিট ছিঁড়ে গিয়েছে বা রং চটে গিয়েছে সেগুলিকে মেরামত করে ঝকঝকে করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে যাত্রীস্বাচ্ছন্দ্য কিছুটা হলেও বাড়বে। এছাড়া তিনি বলেন, দূরপাল্লার বাসের মতো শহরের বাসেও যাতে অনলাইনে টিকিট কাটা যায় তার ব্যবস্থা হচ্ছে। নতুন বাসে সেই প্রযুক্তি লাগানো হবে। এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে কনডাক্টরের ওপর নির্ভরশীলতা কমবে। ফলত সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।