এবার সরকারি কর্মীদের জন্য সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেপ্টেম্বরের শেষ দিকে টানা তিনদিন থাকবে ছুটি। আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে করম পুজোর ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই নিশ্চিত হয়ে যায় টানা তিনদিনের ছুটি। আগামী ২৫শে সেপ্টেম্বর কমর পুজো উপলক্ষে ছুটি থাকবে। শনিবার ও রবিবার এমনিতেই সরকারি দফতরে ছুটি। তাই করম পুজোর সৌজন্যে আরও একটা অতিরিক্ত ছুটি পেয়ে যাচ্ছেন কর্মীরা। অর্থাৎ শনি, রবি এবং সোমবার তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন তাঁরা। বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলার সুযোগ থাকছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে জোড়া ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করম পুজো ও সবে বরাত উপলক্ষে ছুটি থাকবে সমস্ত সরকারি স্কুল,কলেজ, অফিস। এতদিন করম পুজো ও সবেবরাতে ‘সেকশনাল হলিডে’ ছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দীর্ঘদিনের দাবি মেনেই এই দু’দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন, এ রাজ্যে দুর্গাপুজো থেকে ইদ, বড়দিন, সমস্ত উৎসবকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এই সব দিনে ছুটি পান সমস্ত সম্প্রদায়ের মানুষরাই। রঘুনাথ মুর্মু, পঞ্চায়েত বর্মার জন্মদিনেও পূর্ণদিবস ছুটি। আর সে কথা মাথায় রেখেই এবার করম পুজো ও সবে বরাতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।