নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য শিক্ষাদফতর। এবার বাংলার সমস্ত বালিকা বিদ্যালয় এবং মেয়েদের হস্টেলে সিসিটিভি বসানোর কথা ভাবছে রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু থেকে হরিদেবপুর হোমে নাবালিকা নির্যাতন, সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য দ্রুত এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে বিকাশ ভবন সূত্র। ইতিমধ্যেই বেশ কিছু স্কুল এবং হস্টেলে সিসি ক্যামেরা বসেছে। এছাড়া বেশ কিছু গার্লস স্কুলে বসেছে সিসি ক্যামেরা।
প্রসঙ্গত, গত মে মাসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১৫৯টি সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত মেয়েদের স্কুল এবং ১৫১টি হস্টেলে সিসিক্যামেরা বসাতে হবে ১৬ সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষের মুখে। তাই দ্রুত তা কার্যকর করতে বলা হয়েছে। জানা গিয়েছে, প্রায় ১২০০ মেয়েদের স্কুলে সিসিক্যামেরা বসতে চলেছে। সরকারি সংস্থা ওয়েবেল স্কুলগুলিতে সিসিক্যামেরা বসানোর দায়িত্ব পেয়েছে।