বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের সমস্ত বিধায়কের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মন্ত্রীদেরও বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বেতন বাড়ছে না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা এমনিতেই কোনও বেতন নেন না। প্রতীকী ভাবে ১ টাকা বেতনও নেন না তিনি। আবার, সাতটি মেয়াদের সাংসদ ছিলেন মমতা। প্রাক্তন সাংসদ হিসাবে তাঁর পেনশন ও স্বাস্থ্য বিমা সহ বেশ কিছু আর্থিক সুবিধা পাওয়ার কথা। সে সবও মমতা নেন না।
বহুবার বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন যে তাঁর লেখা বই থেকে তিনি যে রয়্যালটি পান তা দিয়েই তাঁর চলে যায়। এর অতিরিক্ত তাঁর প্রয়োজনও পড়ে না। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘরোয়া আড্ডায় জানিয়েছেন, বইয়ের রয়্যালটি বাবদ প্রকাশকদের কাছ থেকে তিনি বছরে যে টাকা পেতেন, সেটাও এবার কমে গেছে। ১০ লক্ষ টাকা কম পেয়েছেন তিনি। বইয়ের রয়্যালটি ছাড়াও আঁকা ছবি বিক্রি করেও তৃণমূল নেত্রীর কিছু আয় হয়েছিল। মমতার কথায়, সে সব টাকা আমি দান করে দিয়েছি। এখন তো আর ছবিও বিক্রি করা যাবে না। ওঁরা (পড়ুন কেন্দ্রীয় এজেন্সি) সব কিছু নিয়েই প্রশ্ন তুলবে। তাই ঠিক করেছি, ছবি বিলি করে দেব।