বদলে যাচ্ছে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম। যেদিন থেকে সেই প্রক্রিয়া শুরু হল, সেদিনই স্বাস্থ্য দফতরে চাকরি পেলেন যাদবপুরে মৃত পড়ুয়ার মা। লালবাজারে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
প্রায় একমাস পার। যাদবপুরকাণ্ডে উপাচার্যকে কাছে জমা পড়ল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট। যাঁরা দোষী, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। কমিটির মতে, ‘ওই পড়ুয়ার মৃত্যুর সঙ্গে র্যাগিংয়ের সঙ্গে যোগ রয়েছে’। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিদর্শন করলেন ইসরোর প্রতিনিধিরা।
এদিকে যাদবপুরে মৃত পড়ুয়ার বাবা-মা এখন কলকাতায়। এদিন আলিপুরে ৯ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন ওই পড়ুয়ার মা। এরপর লালবাজারে গিয়ে প্রথমে জয়েন্ট কমিশনার(ক্রাইম) ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন দু’জনই। সঙ্গে ছিলেন পরিবারে আরও ১ সদস্যও।