পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বালি-জগাছা ব্লকের দুই বুথে ব্যালট পেপার লুঠের অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলা হয়েছিল হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি ছিল। শনিবার বালি-জগাছা মামলা খারিজ করে দিল হাইকোর্ট।
শনিবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ৪টি মামলার রায়দান রয়েছে বিচারপতি সিনহার এজলাসে। এদিন বালি-জগাছার গণনা সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, ব্যালট পেপার লুঠ, মারধরের মতো যে ঘটনার অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখা হয়েছে। সেই গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। সেখানে এমন কোনও ফুটেজ চোখে পড়েনি যাতে অভিযোগ প্রমাণিত হয় তাই সেই মামলা খারিজ করে দেওয়া হল।
এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি স্থানীয় বিডিওকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁকে গণনার দিন ঠিক কী হয়েছিল, তা তথ্য-সহ জমা দিতে বলা হয়েছিল। সেইসঙ্গে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজও চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি।
বিচারপতির নির্দেশে সেইসব ফুটেজ জমা দেওয়া হয় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। তাঁর থেকে সেইসব ফুটেজ রেজিস্ট্রার জেনারেলের থেকে নিয়ে বিচারপ্রক্রিয়া চালাচ্ছেন বিচারপতি সিনহা। এদিন বালি-জগাছা মামলার ফুটেজ দেখেই রায় দেন তিনি।