আবারও বিতর্কে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার বাঙালি জাতির প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন উপাচার্য এবং তাঁর এক সহযোগী। তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।
অভিযোগকারী হলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সভাপতি। তিনি বিদ্যুৎ চক্রবর্তী এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, উপাচার্য এবং তাঁর সহযোগী যে মন্তব্য করেছেন তার ফলে বাঙালি জাতিকে অবমাননা করা হয়েছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী, এটি ষড়যন্ত্র।
অধ্যাপকের অভিযোগ, উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার বিভাগের তরফ থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা রয়েছে ‘বাঙালিরা ভণ্ড। বাঙালিরা কাঁকড়ার মতো।’ এই মন্তব্য গোচরে আসতেই থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যাপক। অভিযোগে তিনি উল্লেখ করেছেন বাঙালি জাতির প্রতি অবমাননা করা হয়েছে এবং বাঙালি জাতিকে ছোট করা হয়েছে। এর পাশাপাশি বাঙালি জাতির মানহানিও করা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এরকম মন্তব্যের জন্য উপাচার্য এবং তার সহযোগীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে অধ্যাপক।