নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন। তার মধ্যে একই ইসিআইআর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। কীভাবে সম্ভব এটা! অভিষেকের আইনজীবী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
কাল বিকেল ৪টের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ECIR একটি ইডি’র। ওই ECIR খারিজ চেয়ে আগেই হাইকোর্টে মামলা করেন অভিষেক। তার শুনানি শেষ হয়েছে। সম্ভবত ৫ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দান করবেন। এই অবস্থায় নতুন করে একই কেসে কীভাবে সমন পাঠায় ইডি? প্রশ্ন অভিষেক আইনজীবীর।
গত শুক্রবার ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায় লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানিয়ে বলেন, তাঁদের অফিসে তল্লাশি চালানোর সময় ইডি একটি কম্পিউটারে ১৬টি মাইক্রোসফট এক্সেল ফাইল ডাউনলোড করে কম্পিউটারে তথ্য বিকৃতি করেছে ইডি। এই ব্যাপারে সাফাই দিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও চন্দন বন্দ্যোপাধ্যায়কে মেল করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের সাফাই অনুযায়ী, এক ইডি আধিকারিক সংস্থাটিরই একটি কম্পিউটারে তাঁর মেয়ের হস্টেল সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন। ইডির ওই যুক্তি যাচাই করতেই পুলিশ মেল করে একজন ইডি আধিকারিককে তলব করে।