বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে বসছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। বুধবার রাতের মধ্যে অধিকাংশ বিরোধী নেতা পৌঁছে যাবেন মুম্বই। আর বৈঠকের ঠিক আগের দিন জোটের আহ্বায়ক পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, কোনও আঞ্চলিক দল নয়, বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের কনভেনর পদে বসতে পারেন কংগ্রেসেরই কোনও নেতা। আর সেই সম্ভাবনায় এগিয়ে রয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, প্রাথমিক ভাবে ঠিক ছিল, জোটের সার্বিক আহ্বায়ক হিসেবে কাউকে রাখা হবে না। কারণ সেটা হলে সেই ব্যক্তিকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিপক্ষ মুখ হিসাবে দাঁড় করাবে বিজেপি। কিন্তু এরপর শেষ মুহূর্তে জোটের রাশ নিজেদের হাতে রাখতে উদ্যোগ নেয় কংগ্রেস।
শোনা যাচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল, ডিএমকে-র মতো কিছু দলের কাছে একটি নতুন প্রস্তাব গিয়েছে। তাতে খাড়গেকে চেয়ারপার্সন করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, শুরুর দিকে এই কনভেনর পদের লড়াইয়ে নীতীশ কুমার এগিয়ে ছিলেন। এখন শোনা যাচ্ছে, মুম্বইয়ের বৈঠকে যে ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে সেটার কনভেনর করা হতে পারে নীতীশকে। জোটের সার্বিক কনভেনর পদে খাড়গে নিয়ে আপত্তি নেই জেডিইউয়েরও।