নতুন ম্যাপ প্রকাশ করে ফের অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, আকসাই চিনও তাদের বলে দাবি করছে বেজিং। ইতিমধ্যে চিনের ‘দাদাগিরি’ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কিন্তু মণিুপুর-সহ আর পাঁচটি বিষয়ের মতোই মুখে কুলুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বিষয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মোদিকে রাহুলের কটাক্ষ, অরুণাচলে সীমান্ত নিয়ে মোদী যে মিথ্যে বলে আসছেন চিনের প্রকাশিত মানচিত্র তার হাতেনাতে প্রমাণ। কর্ণাটকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে দিল্লি বিমানবন্দরে রাহুল বলেন, ‘আমি বছরের পর বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমি নষ্ট হয়নি, তা মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন সীমা লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যা খুবই গুরুতর. তারা জমি কেড়ে নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত’।
উল্লেখ্য, ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চিন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। আকসাই চিনও তাদের বলে দাবি করছে বেজিং। শুধু তাই নয়, গোটা দক্ষিণ চিন সাগর ও তাইওয়ানকেও মূল চিনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন৷ এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চিনা বিদেশমন্ত্রক।