পুজোর আগেই মুখে হাসি ফুটতে পারে শিক্ষকদের। জানা যাচ্ছে রাজ্যে স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে এবার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। বর্তমানে ভাবনাচিন্তা চলছে। আর এই খবর সামনে আসতেই খুশির বাতাবরণ তৈরি হয়েছে শিক্ষক মহলে।
খবর মিলেছে খুব শীঘ্রই স্কুল শিক্ষকদের এই বেতন পরিকাঠামো তৈরি সহ একাধিক বিষয়কে পুনর্গঠনের জন্য এক নতুন শিক্ষানীতি চালু করতে চলেছে রাজ্য। সম্প্রতি এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয় বলেও সূত্র মারফত জানা গিয়েছে।
জানা যাচ্ছে রাজ্য সরকারের নতুন শিক্ষানীতিতে এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন শিক্ষকরা। এবার তাদের বেতন বৃদ্ধি নিয়ে খবর মিলতেই খুশির হাওয়া।