আর ক-দিন পরেই রাখিপূর্ণিমার উদযাপনে মেতে উঠবে দেশ। সেই উৎসবকে মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বিশেষ ডিজাইনের রাখি। রাখি শিল্পের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগেই গড়ে উঠেছে রাখি ক্লাস্টার। ক্লাস্টার তৈরির পর আরও অগ্রগতি ঘটেছে রাখি শিল্পে। এবার বাংলার তৈরি রাখি পাড়ি দিচ্ছে দেশের অন্যান্য রাজ্যেও। গুজরাত, রাজস্থান, জম্মু-কাশ্মীর থেকে মুম্বই – সব রাজ্যেই পৌঁছে যাচ্ছে বাংলার রাখি। রাজ্যের উদ্যোগে তৈরি হয়েছে ‘জয় বাংলা’ রাখি। এরই মধ্যে যা হয়ে উঠেছে প্রবল জনপ্রিয়।
উল্লেখ্য, এই রাখির নকশা চূড়ান্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জয় বাংলা’ ছাড়াও রাখিতে লেখা রয়েছে ‘সংস্কৃতি দিবস, পশ্চিমবঙ্গ সরকার।’ এরই মধ্যে রাজ্যের যুব কল্যাণ দফতর থেকে ‘জয় বাংলা’ লেখা প্রায় ৬ লক্ষ ৭২ হাজার রাখি তৈরি হয়েছে। এই কাজে যুক্ত কর্মীরা বেশিরভাগই মহিলা। পুজোর মুখে এভাবেই মহিলাদের জন্য কিছু উপার্জনের ব্যবস্থা করে ফেলেছে রাজ্য সরকার। গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, লাদাখ এমনকী দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকেও বরাত এসেছে বলে জানা গিয়েছে। ভিন রাজ্যের একাধিক ব্যবসায়ী ও সংস্থার পছন্দের তালিকায় এখন এই ‘জয় বাংলা’ রাখি। আসছে বিপুল অর্ডার। রাখির চাহিদা তুঙ্গে রাজ্যের মধ্যেও।