অবিলম্বেই নতুন ৩৫টি শিল্পতালুক পেতে চলেছে বাংলা। প্রসঙ্গত, স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ বা এসএআইপি আওতায় ১৫টি প্রকল্পকে ইতিমধ্যেই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রকল্পের নীতিগত ছাড়পত্র মিলেছে। সোমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য আয়োজিত মুম্বইয়ের রোড শোতে এমনই জানলেন রাজ্য অর্থদফতরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র. বেসরকারি উদ্যোগে শিল্পতালুক গড়তে রাজ্য সরকার ইতিমধ্যেই ‘স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ বা এসএআইপি এনেছে। ২০১৪ সালে যখন প্রকল্পটি চালু হয়, সেইসময় যদি কারও কাছে ২০ একর বা তার বেশি জমি থাকত, তাহলে বেসরকারি উদ্যোগে শিল্প পরিকাঠামো গড়া যেত সেখানে
এরপর ২০২০ সালে সেই জমির ন্যূনতম সীমা ২০ থেকে ৫ একরে নামিয়ে আনা হয়। এক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সাবস্টেশন গড়ে দেওয়া, জমির স্ট্যাম্প ডিউটিতে ১০০ শতাংশ ছাড় বা বড় রাস্তা থেকে শিল্পতালুক পর্যন্ত বিনাপয়সায় রাস্তা তৈরির মতো সুবিধাগুলি দেয় রাজ্য সরকার। দেড় হাজার একরের বেশি জমিতে ওই ৩৫টি পার্ক গড়ে উঠবে। প্রায় ৮ হাজার ৬২০ কোটি টাকার বিনিয়োগ হবে। অমিত মিত্র দাবি করেছেন, ১ লক্ষ ২০ হাজারের উপর কর্মসংস্থান হতে পারে পার্কগুলিতে। যা অত্যন্ত নিঃসন্দেহে আশাব্যঞ্জক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।