রবিবার ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। প্রাণ হারিয়েছেন নয় জন। এবার এই দুর্ঘটনায় কড়া পদক্ষেপ নিল রাজ্য। সাসপেন্ড দত্তপুকুরের আইসি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস। গত মে মাসে এগরার খাদিকূলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। প্রাণ হারান ১০ জনেরও বেশি। ওই ভয়ংকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাস্টার তৈরি করে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি তৈরির কারখানা খোলা হবে বলেই জানিয়েছিলেন তিনি।
তবু আবারও বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল। দত্তপুকুরে প্রাণ গিয়েছে ৯ জনের। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দেহ। বিস্ফোরণের তীব্রতায় গুঁড়িয়ে গিয়েছে দোতলা বাড়ি। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও বেআইনি বাজি কারখানা বন্ধে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। পরিবর্তে বেআইনি বাজি কারখানা কর্তৃপক্ষের কাছে তোলাবাজি করত তারা। এই অভিযোগ খতিয়ে দেখার পরই সাসপেন্ড দত্তপুকুর থানার আইসি। ক্লোজের পর সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা। তাঁদের দু’জনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি হিসেবে সঞ্জয় বিশ্বাসকে নিযুক্ত করা হয়েছে।