কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিধায়ক হস্টেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল ত্রিপুরা সরকার। বিধানসভার সচিবালয়ের উদ্যোগে এই ঘটনা ঘটেছে বলে খবর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
বিধানসভার সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা সরকার বিজয়ীদের জন্য নতুন বিধায়ক হোস্টেল তৈরি করেছে। সেই হস্টেলে চলে গিয়েছেন সব বিধায়ক। কিন্তু কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নতুন বিধায়কদের নির্মিত নতুন হোস্টেলে যেতে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুরনো বিধায়ক হস্টেলেই থাকতে চান। এই নিয়ে তিনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গেও। কিন্তু রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনড় রয়েছে।
সব বিধায়কদের নতুন হস্টেলে যাওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকা মেনে যথারীতি সব বিধায়ক চলে গিয়েছেন নতুন হস্টেলে। একমাত্র সুদীপ রায় বর্মন ছাড়া। যার ফলে আজ অর্থাৎ বুধবার সকালে তাঁর হস্টেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর ফলে জল বন্ধ হয়ে গিয়েছে। তিনি এ ব্যাপারে বিধানসভা কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু রাজ্য সরকার তাঁর হস্টেলের বিদ্যুৎ সরবরাহ চালু করতে অস্বীকার করেছে।