গত ২১ জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে বিজেপিরা করা মামলায় হাইকোর্ট ওই কর্মসূচিতে স্থগিতাদেশ দিতেই এবার নতুন কর্মসূচি গ্রহণ করল তৃণমূল। ৫ অগস্টের ঘোষিত কর্মসূচির পরিবর্তে ৬ অগস্ট অর্থাৎ রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করবে রাজ্যের শাসক দল। বুধবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।